HistoryMedieval-India

কোন শহরের কে প্রতিষ্ঠাতা, মধ্যযুগের ভারতের বিভিন্ন শহর

ভারতের ইতিহাসের মধ্যযুগে অর্থাৎ দিল্লি সুলতানি ও মুঘল আমলে বেশ কিছু নতুন শহর গড়ে ওঠে বা গরে তোলা হয়। গুরুত্বের দিক দিয়ে নানা সময়ে সেগুলি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ শহরগুলির একটা তালিকা দেখে নেব।
উল্লিখিত শহরগুলি অবশ্যই দিল্লি সুলতানি ও মুঘল যুগের। একটি শহর রয়েছে সুলতানি আমল-পুর্ব যুগের।
কোন শহরের কে প্রতিষ্ঠাতা, মধ্যযুগের ভারতের বিভিন্ন শহর

কোন শহরের কে প্রতিষ্ঠাতা, মধ্যযুগের ভারতের বিভিন্ন শহর

শহরের নাম প্রতিষ্ঠাতা রাজবংশ সময়
কিলা রাই পিথোরা পৃথীরাজ চৌহান (রাজপুত) আনু. ১১৮০ খ্রি
কুতুব দিল্লি কুতুবউদ্দিন আইবক দাস বংশ আনু. ১২০৬-১০ খ্রি
গিয়াসপুর গিয়াসউদ্দিন বলবন দাস (তুর্কি)
শহর-ই নও জালালউদ্দিন খলজি খলজি (তুর্কি)
সিরি আলাউদ্দিন খলজি খলজি (তুর্কি) আনু. ১৩০৩ খ্রি
তুঘলকাবাদ গিয়াস উদ্দিন তুঘলক তুঘলক (তুর্কি) আনু. ১৩২১ খ্রি
জাহানপনাহ মহম্মদ বিন তুঘলক তুঘলক (তুর্কি) আনু. ১৩২৫ খ্রি
ফিরোজাবাদ
(ফিরোজ শাহ কোটলা)
ফিরোজ শাহ তুঘলক তুঘলক (তুর্কি) আনু. ১৩৫৪ খ্রি
দীন পনাহ, শেরগাহ
(পুরোনো কেল্লা)
হুমায়ুন
শেরশাহ
মুঘল
সুর (আফগান)
আনু. ১৫৩৩ খ্রি
আনু. ১৫৪০ খ্রি
শাহজাহানাবাদ শাহজাহান মুঘল আনু. ১৬৩৯ খ্রি
Download Details
———————————————————-

File Name : কোন শহরের কে প্রতিষ্ঠাতা, মধুযুগের ভারতের বিভিন্ন শহর

File Type : Test

File Size : Test

File Source : Test

File Link : কোন শহরের কে প্রতিষ্ঠাতা, মধুযুগের ভারতের বিভিন্ন শহর
———————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *