গুপ্তোত্তর যুগ থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, Important Questions on Post Gupta Period, Ancient Indian History
(১) হর্ষবর্ধনকে “সকলোত্তরপথনাথ’ বলা হয়েছে?
(A) দশকুমারচরিতে
(B) আইহোল প্রশস্তিতে
(c)গঞ্জাম শিলালেখতে
(d) কোনটিই নয়।
উত্তর : (B) আইহোল প্রশস্তিতে
(২) বাদামির চালুক্য বংশের পতন ঘটান কে?
(A) দ্বিতীয় তৈল
(B) দস্তিদুর্গ
(C) প্রবরসেন
(D) ভট্টাবক।
উত্তর : (B) দস্তিদুর্গ
(৩) কনৌজের মৌখরি বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন?
(A) সর্ববর্মন
(B) হরিবর্মন
(C) গ্রহবর্মন
(D) ঈশানবর্মন
উত্তর : (D) ঈশানবর্মন
(৪) পুষ্যুভূতি বংশের রাজাদের ক্রমানুসারে সাজাও –
(i) হর্ষবর্ধন
(ii) প্রভাকরবর্ধন
(iii) রাজ্যবর্ধন
(iv) পূষ্যভূতিবর্ধন
(A) (i), (ii), (iii), (iv)
(B) (i), (ii), (iv), (iii)
(C) (iv), (ii), (i), (iii)
(D) (iv), (ii), (iii). (i)
উত্তর : (D) (iv), (ii), (iii). (i)
(৫) শেষ পল্লববাজা কে ছিলেন?
(A)অপরাজিত বর্মন
(B) সিংহবিষ্ণু
(C) প্রথম পুলকেশী
(D) এদের কেউই নয়।
উত্তর : (A)অপরাজিত বর্মন
(৬) হুনদের কোন শাখাটি ভারত আক্রমন করে?
(A) শ্যমলা হুন
(B) কৃষ্ণ হুন
(C) শ্বেত হুন
(D) কালো হুন
উত্তর : (C) শ্বেত হুন
(৭) নিম্নের কোন পাট্টাডকালের মন্দিরটিকে দক্ষিণি স্থাপত্য শৈলীর নিদর্শন বলা হয়?
(A) কৈলাসনাথ মন্দির
(B) বিরুপাক্ষ মন্দির
(C) পাপানাথ মন্দির
(D) কপোলেশ্বর মন্দির।
উত্তর : (C) পাপানাথ মন্দির
(৮) প্রাকৃত ভাষায় ‘হরি বিজয়’ কাব্যগ্রন্থ রচনা করেন?
(A) সর্বসেন
(B) দ্বিতীয় প্রবরসেন
(C) হর্ষবর্ধন
(D) ভারবি।
উত্তর : (A) সর্বসেন
(৯) সঙ্গামেশ্বর মন্দির নির্মান করেন
(A) বিজয়াদিত্য
(B) মঙ্গলেশ
(C) দ্বিতীয় পুলকেশী
(D) প্রথম মহেন্দ্রবর্মন
উত্তর : (A) বিজয়াদিত্য
(১০) হর্ষবর্ধনের আমলে ‘ভাগ’ বলতে বোঝায
(A) বাণিজ্য শুল্ক
(B) বালি
(C) আযকর
(D) ভূমিরাজস্ব।
উত্তর : (D) ভূমিরাজস্ব।
(১১) মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা
(A) বিজ্ঞানেশ্বর
(B) বিলহন
(C) ভারবি
(D) দন্ডিণ।
উত্তর : (A) বিজ্ঞানেশ্বর
(১২) “বাতাপিকোন্ড” উপাধি ধারণ করেন
(A) দ্বিতীয় নরসিংহবর্মন
(B) মঙ্গোলেশ
(C) প্রথম নরসিংহবর্মন
(D) ষষ্ঠ বিক্রমাদিত্য
উত্তর : (C) প্রথম নরসিংহবর্মন
(১৩) কে ভারতীয়দের “গরম মেজাজ, কিন্তু সৎ” বলে মন্তব্য করেছেন?
(A) নিকিতিন
(B) হিউয়েন সাঙ
(C) মেগাস্থিনিস
(D) ফা-হিয়েন
(B) হিউয়েন সাঙ
(১৪) হুন নেতা মিহিরকুলের রাজধানী কোথায় ছিল?
(A) শিয়ালকোট
(B ) লাহোর
(C) দিল্লি
(D) পুরী
উত্তর : (A) শিয়ালকোট
(১৫) কল্যানের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হলেন
(A) ষষ্ঠ বিক্রমাদিত্য
(B) বিজয়াদিত্য
(D) এঁদের কেউ নন।
উত্তর : (A) ষষ্ঠ বিক্রমাদিত্য
(১৬) কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ শুরু হয়
(A) ৬০৬ খ্রিস্টাব্দ
(B) ৬১০ খ্রিস্টাব্দ
(C) ৬১২ খ্রিস্টাব্দ
উত্তর : (A) ৬০৬ খ্রিস্টাব্দ
(A) সমুদ্রগুপ্ত
(B) ভানুগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
উত্তর : (B) ভানুগুপ্ত
(C) দ্বিতীয় পরমেশ্বর বর্মন
(D) দ্বিতীয় নন্দীবর্মন.
(১৯) দ্বিতীয় বুদ্রসেনের পত্নী প্রভাবতী গুপ্ত কোন গুপ্ত রাজার কন্যা ছিলেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
(D) বুধগুপ্ত।
উত্তর : (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(A) প্রথম নরসিংহ বর্মন
(B) দ্বিতীয় পরমেশ্বর বর্মন
(C) দন্তিবর্মন
(D) দ্বিতীয় নরসিংহবর্মন।
উত্তর : (D) দ্বিতীয় নরসিংহবর্মন।
(২১) শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?
(A) পাল
(B) সেন
(C) গৌড়
(D) কামরূপ
উত্তর : (C) গৌড়
(২২) চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন?
(A) তক্ষশীলা
(B) বিক্রমশীলা
(C) মগধ
(D) নালন্দা.
উত্তর : (D) নালন্দা
(২৩) হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
(A) বানভট্ট
(B) বিষ্ণূশর্মা
(C) ভানি
(D) রবিকীর্তি.
উত্তর : (A) বানভট্ট
(A) প্রথম পুলকেশী
(B) হর্ষবর্ধন
(C) দ্বিতীয় পুলকেশী
(D) খারবেল।
উত্তর : (C) দ্বিতীয় পুলকেশী
(২৫) হিউয়েন সাঙ ভারত ভ্রমনকালে সুতিবস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি বিখ্যাত ছিল?
(A) উজ্জয়িনী
(B) পাটলিপুত্র
(C) মথুরা
(D) বেনারস
উত্তর : (B) পাটলিপুত্র
(২৬) কোন পল্পর রাজার আমলে দীর্ঘস্থায়ী পল্লব-চালুক্য সংঘর্ষের সূচনা হয়?
(A) প্রথম মহেন্দ্রবর্মন
(B) সিংহবিষ্ণু
(C) প্রথম নরসিংহবর্মন
(D) দ্বিতীয় মহেন্দ্রবর্মন।
উত্তর : (C) প্রথম নরসিংহবর্মন
(২৭) “Prince of Pilgrims” কাকে বলা হয়?
(A) ফা-হিয়েন
(B) হিউয়েন সাঙ
(C) প্লুটার্ক
(D) হিৎ সাঙ।
উত্তর : (B) হিউয়েন সাঙ
(২৮) হর্ষবর্ধন তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
(A) থানেশ্বর থেকে কনৌজে
(B) দিল্লি থেকে দেবগিরিতে
(C) কম্বোজ থেকে কনৌজ
(D) বল্লভি থেকে দিল্লিতে।
উত্তর : (A) থানেশ্বর থেকে কনৌজে
(২৯) কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে?
(A) ভবভূতি
(B) ক্ষেমেন্দ্র
(C) কলহন
File Name : গুপ্তোত্তর যুগ থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরt