জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক, Jain Tirthankar and their Symbols, PDF

জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক, Jain Tirthankar and their Symbols, PDF

জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক নিয়ে এখানে গুরুত্বপূর্ণ পোস্টটি দেওয়া হলো। এর পাশাপাশি তাঁদের প্রতীক ও বর্ণের পরিচয়ও লিপিবদ্ধ হলো।
জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক

  • তীর্থঙ্কর কথাটির অর্থ হলো ধর্মপ্রবক্তা বা গুরু। 
  • জৈনদের মোট তীর্থঙ্কর ছিল ২৪ জন।
  • ২৪ জন তীর্থঙ্করের প্রত্যেকেই ছিলেন ক্ষত্রিয় এবং কোনো না কোনো রাজবংশের প্রতিনিধি।

জৈন তীর্থঙ্কর

তীর্থঙ্কর প্রতীক বর্ণ
ঋষভনাথ বা আদিনাথ ষাঁড় সোনালি
আজিতনাথ হাতি সোনালি
সম্ভবনাথ ঘোড়া সোনালি
অভিনন্দননাথ বাঁদর সোনালি
সুমতিনাথ রাজহংসী সোনালি
পদ্মপ্রভ পদ্ম লাল
সুপার্শ্বনাথ স্বস্তিকা সোনালি
চন্দ্রপ্রভ অর্ধচন্দ্র সাদা
সুবিধিনাথ কুমির বা মকর সাদা
শীতলনাথ শ্রীবৎস সোনালি
শ্রেয়াংশনাথ গণ্ডার সোনালি
বসুপূজ্য মোষ লাল
বিমলনাথ শূকর সোনালি
অনন্তনাথ শজারু বা বাজপাখি সোনালি
ধর্মনাথ বজ্র সোনালি
শান্তিনাথ কৃষ্ণসার হরিণ সোনালি
কুণ্ঠূনাথ ছাগল সোনালি
অরনাথ নদ্যাবতার (মাছ) সোনালি
মল্লিনাথ কলসি নীল
মুনিসুব্রত কচ্ছপ কালো
নমিনাথ নীলপদ্ম সোনালি
নেমিনাথ (অরিষ্ট) শঙ্খ কালো
পার্শ্বনাথ সাপ নীল
মহাবীর সিংহ সোনালি
Download Details
———————————————————-

File Name : জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক

File Type : PDF

File Size : Test

File Source : Google Drive

———————————————————-

Leave a Comment