জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক, Jain Tirthankar and their Symbols, PDF
জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক নিয়ে এখানে গুরুত্বপূর্ণ পোস্টটি দেওয়া হলো। এর পাশাপাশি তাঁদের প্রতীক ও বর্ণের পরিচয়ও লিপিবদ্ধ হলো।
- তীর্থঙ্কর কথাটির অর্থ হলো ধর্মপ্রবক্তা বা গুরু।
- জৈনদের মোট তীর্থঙ্কর ছিল ২৪ জন।
- ২৪ জন তীর্থঙ্করের প্রত্যেকেই ছিলেন ক্ষত্রিয় এবং কোনো না কোনো রাজবংশের প্রতিনিধি।
জৈন তীর্থঙ্কর
তীর্থঙ্কর | প্রতীক | বর্ণ |
---|---|---|
ঋষভনাথ বা আদিনাথ | ষাঁড় | সোনালি |
আজিতনাথ | হাতি | সোনালি |
সম্ভবনাথ | ঘোড়া | সোনালি |
অভিনন্দননাথ | বাঁদর | সোনালি |
সুমতিনাথ | রাজহংসী | সোনালি |
পদ্মপ্রভ | পদ্ম | লাল |
সুপার্শ্বনাথ | স্বস্তিকা | সোনালি |
চন্দ্রপ্রভ | অর্ধচন্দ্র | সাদা |
সুবিধিনাথ | কুমির বা মকর | সাদা |
শীতলনাথ | শ্রীবৎস | সোনালি |
শ্রেয়াংশনাথ | গণ্ডার | সোনালি |
বসুপূজ্য | মোষ | লাল |
বিমলনাথ | শূকর | সোনালি |
অনন্তনাথ | শজারু বা বাজপাখি | সোনালি |
ধর্মনাথ | বজ্র | সোনালি |
শান্তিনাথ | কৃষ্ণসার হরিণ | সোনালি |
কুণ্ঠূনাথ | ছাগল | সোনালি |
অরনাথ | নদ্যাবতার (মাছ) | সোনালি |
মল্লিনাথ | কলসি | নীল |
মুনিসুব্রত | কচ্ছপ | কালো |
নমিনাথ | নীলপদ্ম | সোনালি |
নেমিনাথ (অরিষ্ট) | শঙ্খ | কালো |
পার্শ্বনাথ | সাপ | নীল |
মহাবীর | সিংহ | সোনালি |
Download Details
———————————————————-
File Name : জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক
File Type : PDF
File Size : Test
File Source : Google Drive
File Link : জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক
———————————————————-