দিল্লির সুলতানি আমলের সাহিত্য | Literature during Delhi Sultanate Period PDF

দিল্লির সুলতানি আমলের সাহিত্য | Literature during Delhi Sultanate Period PDF

দিল্লির সুলতানি আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ বিভিন্ন সময়ে রচিত হয়েছে। সুলতানরা অনেকেই সভাকবি রাখতেন। তাঁরা জ্ঞানে-পাণ্ডিত্যে কোনো অংশেই কম ছিলেন না। কিছু ব্যক্তি বাইরে থেকে এসেছিলেন অর্থাৎ তাঁরা ছিলেন পর্যটক। সুলতানি যুগের ইতিহাস রচনায় এইসব গ্রন্থের মূল্য অপরিসীম। কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হবে।

লেখক গ্রন্থ
অলবিরুনি তহকিক-ই-হিন্দ
কুরান-ই-মাসুদি
জওহর-ই-জওহর
আমির খসরু খাজাইন-উল-ফুতুহ
তুঘলকনামা
নুহ-সিফির
মিতফাহ-উল-ফুতুহ
আয়িনা-ই-সিকান্দরি
হাস্ত বিহিস্ত
তারিখ-ই-আলাই
মিনহাজ-উস-সিরাজ তবাকাৎ-ই-নাসিরি
জিয়াউদ্দিন বারনি ফতেয়া-ই-জাহান্দরি
তারিখ-ই-ফিরোজশাহি
ফিরোজ শাহ ফতোয়া-ই-ফিরোজশাহি
ফিরোজ আবাদি কামুস
হাসান নিজামি তাজ-উল-মাথির
আবু বকর চাচ নামা
ফকিরুদ্দীন তারিখ-ই-মুবারকশাহি
শামস-ই-সিরাজ আতিফ তারিখ-ই-ফিরোজশাহি
ইবন বতুতা কিতাব-উল-রাহেলা
ইসামি ফুতুহ-উস-সালাতিন
ফিরদৌসী শাহনামা

Leave a Comment