পশ্চিমবঙ্গের নদী-তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর

Important Cities near Rivers in West Bengal

শহর জেলা নদী
জলপাইগুড়ি জলপাইগুড়ি তিস্তা ও করলা
শিলিগুড়ি দার্জিলিং মহনন্দা ও বালাসন
আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কালজানি
কোচবিহার কোচবিহার তোর্সা
দুর্গাপুর পশ্চিম বর্ধমান দামোদর
কাটোয়া পূর্ব বর্ধমান অজয় ও ভাগীরথী
ইলামবাজার বীরভূম অজয়
কৃষ্ণনগর নদিয়া জলঙ্গী
বোলপুর বীরভূম কোপাই
কলকাতা কলকাতা হুগলি
হাওড়া হাওড়া হুগলি
রাণীগঞ্জ পশ্চিম বর্ধমান দামোদর
ইংরেজবাজার মালদা মহানন্দা
সিউড়ি বীরভূম ময়ূরাক্ষী
কোলাঘাট পূর্ব মেদিনীপুর রূপনারায়ণ
মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কংসাবতী
বাঁকুড়া বাঁকুড়া দ্বারকেশ্বর
মালদা মালদা মহানন্দা
আসানসোল প. বর্ধমান দামোদর
বর্ধমান পূ. বর্ধমান দামোদর ও বাকা নালা
ব্যারাকপুর উ. ২৪ পরগণা হুগলি
চন্দননগর হুগলি হুগলি
হলদিয়া পূ. মেদিনীপুর হুগলি ও হলদি
বহরমপুর মুর্শিদাবাদ ভাগীরথী
ত্রিবেণী হুগলী হুগলি
পুরুলিয়া পুরুলিয়া কংসাবতী
চাকদহ নদিয়া চূর্ণি
তমলুক পূ. মেদিনীপুর রূপনারায়ণ
কোলাঘাট পূ. মেদিনীপুর রূপনারায়ণ
সাইথিয়া বীরভূম ময়ূরাক্ষী
লাভপুর বীরভূম বক্রেশ্বর ও কোপাই নদীর মিলনস্থল
নবদ্বীপ নদিয়া ভাগীরথী
কেন্দুলি বীরভূম অজয়
বালুরঘাট দ. দিনাজপুর আত্রাই
শান্তিপুর নদিয়া ভাগীরথী
রানাঘাট নদিয়া চূর্ণী
বনগা উ. ২৪ পরগণা ইছামতি
বসিরহাট/টাকি উ. ২৪ পরগণা ইছামতী
তারাপীঠ বীরভূম দ্বারকা
পলাশি নদিয়া ভাগীরথী

Leave a Comment