পৃথিবীর প্রধান প্রধান হ্রদ

এই পোস্টে দেখে নেব পৃথিবীর প্রধান প্রধান হ্রদ গুলিকে। সাধারণ চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ হিসেবে এই সাধারণ ভূগোল থেকে এই ধরণের প্রশ্ন এসে থাকে। সেজন্যে আমরা এই ধরণের তথ্য নিয়ে হাজির হয়েছি।

হ্রদ্গুলির দেশভিত্তিক পরিচয় দেওয়া হয়েছে।

পৃথিবীর প্রধান প্রধান হ্রদ 

হ্রদের নাম  কোন মহাদেশে অবস্থিত 
কাস্পিয়ান সাগর  (এশিয়া-ইউরোপ)
সুপিরিয়র (উঃ আমেরিকা)
• ভিক্টোরিয়া  (আফ্রিকা)
• হুরণ  (উঃ আমেরিকা)
• মিচিগান (উঃ আমেরিকা)
টাঙ্গানিকা (আফ্রিকা)
• বৈকাল (এশিয়া)
• গ্রেট বিয়ার (উঃ আমেরিকা)
মালাউই সাগর (আফ্রিকা)
গ্রেট স্লেভ (কানাডা)
• ইরি (উঃ আমেরিকা)
• ওন্টারিও • (উঃ আমেরিকা)
• উইনীপেগ  কানাডা)
• ম্যারাকাইবো  (ভেনেজুয়েলা)
• টিটিকাকা  পেরু-বলিভিয়া 
বলখাস (কাজাখস্থান)

Leave a Comment