পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম
এখন দেখে নেওয়া যাক পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অবশ্যই এই ধরণের প্রশ্ন এসে থাকে। তাই দ্বিধা না করে এই তথ্যে নজর বুলিয়ে নিন। বিভিন্ন মরুভুমির নাম এবং সেইসব মরুভূমি কোন দেশে বা মহাদেশে অবস্থিত তার নাম উলেখ করা হল। ভালো লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে।
১৫+ মরুভূমির নাম এখানে উল্লেখ করা হোল।
পৃথিবীর বৃহত্তম মরুভূমি
মরুভূমি | দেশ / মহাদেশ |
সাহারা মরুভূমি | উত্তর আফ্রিকা |
কালাহারি | দক্ষিণ আফ্রিকা |
সিম্পসন / স্টোনি | উত্তর আফ্রিকা |
আরবীয় মরুভূমি | এশিয়া মধ্য-পূর্ব |
থর | পাকিস্তান / ভারত |
গোবি | চিন / মঙ্গোলিয়া |
কিজুলকুম | পশ্চিম এশিয়া |
তালামাকান | চিন |
ইরানীয় | ইরান |
গ্রেট ভিক্টোরিয়া | অস্ট্রেলিয়া |
গ্রেট স্যান্ডি | অস্ট্রেলিয়া |
গিবসন | অস্ট্রেলিয়া |
হিহুয়াহুয়ান | মেক্সিকো |
সোনোরান | দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র |
মোহেব | দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র |
প্যাটাগোনিয়া | আর্জেন্টিনা |
আটাকামা | চিলি-পেরু সীমান্ত |
কলোরাডো | ক্যালিফোর্নিয়া প্রদেশ |