বিভিন্ন দেশের জাতীয় প্রতীক | কোন দেশের কী প্রতীক | National Emblem of Different Countries PDF

 

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক | কোন দেশের কী প্রতীক | National Emblem of Different Countries PDF

বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণত জিকে অংশে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সংক্রান্ত নানা প্রশ্ন আসে। আমরা তাই এই পর্বে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে হাজির হলাম। অন্যতম দেশগুলির জাতীয় প্রতীক উল্লেখ করা হলো।

ভারতের জাতীয় প্রতীক হলো  অশোকচক্র

দেশ প্রতীক
ইতালি শ্বেতপদ্ম
জাপান চন্দ্রমল্লিকা
হংকং অর্কিড গাছ
নেদারল্যান্ড সিংহ
লেবানন পাইন জাতীয় গাছ
নিউজিল্যান্ড ফার্ণ, কিউই পাখি
নরওয়ে সিংহ
পাকিস্তান অর্ধচন্দ্র, জুঁইফুল
পোল্যান্ড ঈগল
সেনেগাল বাওয়াব গাছ
অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু
বাংলাদেশ জলপদ্ম/লাল বৃত্ত
মার্কিন যুক্তরাষ্ট্র স্বর্ণদণ্ড/ঈগল
ব্রিটেন গোলাপ
কানাডা ম্যাপেল পাতা
ডেনমার্ক বিচ গাছ
জার্মানি ঈগল
ফ্রান্স কুমুদ
গুয়ানা কাঞ্জি পাখি
ডমিনিকা তোতাপাখি
ইরান গোলাপ
ইজরায়েল ঝাড়বাতি
সুদান সেক্রেটারি বার্ড
শ্রীলংকা সিংহ / পদ্ম
ত্রিনিদাদ হামিং বার্ড
স্পেন ঈগল / ডালিম ফুল
তুর্কি অর্ধচন্দ্র ও তারা
সুইজারল্যান্ড সিংহ এবং হাতি
আয়ারল্যান্ড শ্যাম রক
সিরিয়া ঈগল

Leave a Comment