ভারতীয় সংবিধানের 6টি মৌলিক অধিকার | 6 (Six) Fundamental Rights of Indian Constitution PDF
ভারতীয় সংবিধানে উল্লিখিত ছটি মৌলিক অধিকার সম্পর্কে এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া হলো। পরীক্ষায় কমন আসে এখান থেকে।
মৌলিক অধিকার
(১) সমতার অধিকার [১৪ থেকে ১৮ নম্বর ধারা]
(২) স্বাধীনতার অধিকার [১৯ থেকে ২২ নং]
স্বাধীনতার সাতটি অধিকারের কথা বলা হয়েছে–
👉বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা
👉শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার
👉সঙ্ঘ গঠনের অধিকার
👉অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেরার অধিকার
👉ভারতীয় ভূখণ্ডের যেকোনো অংশে বাস করার অধিকার
👉সম্পত্তি অর্জন, ভোগ ও হস্তান্তরের অধিকার
👉যে কোনো বৃত্তি, উপজীবিকা, ব্যবসা-বাণিজ্যের অধিকার।
(৩) শোষণের বিরুদ্ধে অধিকার [ধারা ২৩ ও ২৪]
(৪) ধর্মীয় স্বাধীনতার অধিকার [২৫ থেকে ২৮ ধারা]
(৫) সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার [ধারা ২৯ ও ৩০]
💢 সম্পত্তির অধিকার [৩১ নং] — ১৯৭৮ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধারাটি মৌলিক অধিকার থেকে বাদ যায়। এটি এখন সাধারণ অধিকারের মধ্যে গণ্য হয়।
(৬) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার [৩২ থেকে ৩৫ নং]
Download Details
👇👇👇
———————————————————-
File Name : ভারতীয় সংবিধানের ছয়টি মৌলিক অধিকার
File Type : PDF
File Size : 100 KB
File Source : GOOGLE DRIVE
File Link : ভারতীয় সংবিধানের ছয়টি মৌলিক অধিকার PDF
———————————————————-