ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত

Important Waterfalls of India ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাতগুলির উল্লেখ এখানে করা হবে। ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো ‘কুঞ্চিকল’, উচ্চতা ৪৫৫ মিটার / ১৪৯৩ ফুট। ভারাহি নদীতে এই জলপ্রপাতটি গড়ে উঠেছে। পূর্বে ‘যোগ’ জলপ্রপাতকে উচ্চতম জলপ্রপাত হিসেবে গণ্য করা হত। বর্তমানে উচ্চতার দিকে ‘যোগ’ জলপ্রপাত নবম স্থানের অধিকারী।

ভারতের বিখ্যাত জলপ্রপাত

জলপ্রপাতের নাম উচ্চতা স্থান নদীর নাম
কুঞ্চিকল [১ম] ৪৫৫ মিটার শিমাগো (কর্ণাটক) ভারাহি নদী
বরোহিপাণি [২য়] ৩৯৯ মিটার ময়ূরভঞ্জ (ওড়িশা) বুদ্ধবালাঙ্গা নদী
নোহকালীকাই ৩৪০ মি পূর্ব খাসি (মেঘালয়) নোহকালীকাই নদী
লাংশিয়াং ৩৩৭ মি পশ্চিম খাসি (মেঘালয়) ক্যংশি
দুধসাগর ৩১০ মি কর্ণাটক/গোয়া মান্ডোভী
মিনমুট্টি ৩০০ মি কেরালা
থালাইয়ার ২৯৭ মি তামিলনাড়ু মঞ্জালার নদী
বারকানা ২৫৯ মি কর্ণাটক সীতা নদী
যোগ / গেরসোপ্পা / মহাত্মা গান্ধী ২৯২ মি শিমাগো (কর্ণাটক) সরাবতী নদী
এন্না ১৮৩ মি ওড়িশা এন্না নদী
রাকিম কুণ্ড ১৬৮ মি রোটাস মালভূমি গাইঘাটা
ওড্ডা ১৪৫ মি মধ্যপ্রদেশ ওড্ডা
চাচাই ১২৭ মি মধ্যপ্রদেশ চাচাই
কেভতি ৯৮ মি মধ্যপ্রদেশ মাহান
ওকহারেন ৯০ মি রোটাস মালভূমি গোপাথ
শিবসমুদ্রম ১০১ কর্ণাটক কাবেরী
দুর্গাবতী ৮০ মি রোটাস মালভূমি দুর্গাবতী
হুড্রু ৭৫ মি ঝাড়খণ্ড সুবর্ণরেখা
পূর্বা ৭০ মি মধ্যপ্রদেশ টনস্‌
সাধনী ৬০ মি ঝাড়খণ্ড শঙ্খ
গোকাক ৫৫ মি বেলগাও ঘাটাপ্রভা
দশম ৪০ মি ঝাড়খণ্ড কাঞ্চি

বিশেষ কথা : শিলং শহরের চারিদিকে ৬টি জলপ্রপাত অবস্থিত। এগুলি হল – এলিফ্যান্ট, বিডন, সুইট, বিশপ, স্প্রেড ঈগল এবং শ্রীনোলাইন। 

Leave a Comment