ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল

নদী সাধারণত উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে অন্য জলধারার সঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়। ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল আমাদের জানা দরকার। নিম্নে উল্লেখযোগ্য নদীগুলির নাম ও কোথায় সেগুলি মিলিত হয়েছে তার নাম উল্লেখ করা হল–

ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল

নদীর নাম সঙ্গম স্থল
অলকানন্দা ও ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ [উত্তরাখণ্ড]
অলকানন্দা ও নন্দাকিনী নন্দাপ্রয়াগ [উত্তরাখণ্ড]
অলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ [উত্তরাখণ্ড]
অলকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগ [উত্তরাখণ্ড]
গঙ্গা ও কোশী কুরুসেলা [বিহার]
গঙ্গা ও যমুনা এলাহাবাদ
কৃষ্ণা ও তুঙ্গভদ্রা আলমপুর [তেলেঙ্গানা]
তুঙ্গা ও ভদ্রা কুডলি [কর্ণাটক]
গঙ্গা ও গণ্ডক হাজিপুর [বিহার]
অলকানন্দা – সরস্বতী কেশবপ্রয়াগ
নীলগঙ্গা – ভাগীরথী গুপ্তপ্রয়াগ
সোমনদী – মন্দাকিনী সোমপ্রয়াগ
গঙ্গা – যমুনা – সরস্বতী প্রয়াগ রাজ

Leave a Comment