ভারতে মুসলিম আক্রমণ, ভারতে ইসলামের উত্থান

অষ্টম শতকের ভারতের সিন্ধু প্রদেশে ইসলামীয় শাসকের আক্রমণের অব্যবহিত কয়েকশো বছরের মধ্যেই ভারতে ইসলামের উত্থান ঘটে শুধু নয়, শাসকের আসনে আসীন হয়। এই শাসনের একেবারে শুরুর দিকটা কেমন ভাবে হয়েছিল তার পরিচয় দেওয়ার চেষ্টা করা হলো এই পোস্টে। তথ্য আকারে সন্নিবেশিত হলো।

ভারতে মুসলিম আক্রমণ, ভারতে ইসলামের উত্থান

ভারতে মুসলিম আক্রমণ, ভারতে ইসলামের উত্থান, Advent of Islam in India

হজরত মহম্মদ

  • ৫৭০ খ্রি. থেকে ৬৩২ খ্রি. পর্যন্ত সময়কাল
  • ইসলাম ধর্মের প্রবর্তক
  • কোরায়েশ বংশের সন্তান
  • ৬১০ খ্রি. তিনি ইসলাম ধর্ম প্রচার করেন
  • ‘ইসলাম’ কথাটির মূলগত অর্থ ‘শান্তি’
  • ইসলাম ধর্মের অনুসারীরা আরবিতে ‘মুসলিম’ এবং ফারসিতে ‘মুসলমান’ নামে পরিচিত
  • ৬২২ খ্রি. মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনা শহরে গমন করেন, যে ঘটনা ‘হিজরত‘ নামে পরিচিত
  • ৬২২ খ্রি. থেকে ‘হিজরি‘ অব্দ গণনা শুরু হয়
  • হিজরত হলো প্রথম মুসলিম বর্ষ
  • ৬২৩ খ্রি. ১৭ মার্চ বদরের যুদ্ধে (Battle of Badr, 623 CE) ইসলাম বিরোধীদের দমন করেন
  • জোসেফ হেল তাঁর The Arab Civilization গ্রন্থে বলেছেন, বদরের যুদ্ধের পর আরব অঞ্চলে ইসলামিকরণে জোয়ার আসে।

আরবের ইসলামিকরণ

  • ৬২৩ খ্রি. বদরের যুদ্ধের পর থেকে পরবর্তী একশো বছরের মধ্যে বিশাল অঞ্চলের ইসলামিকরণ সম্পন্ন হয়।
  • ইসলামিকরণে কমবেশি ২৭টি যুদ্ধ করেন হজরত মহম্মদ, যথা,
    1. Battle of Uhud, 625 CE
    2. Battle of Ditch, 627 CE
    3. Battle of Khaibar, 628 CE
    4. Battle of Makkah, 630 CE
    5. Battle of Hunayn, 630 CE
  • প্রকৃতপক্ষে মহম্মদ-এর জীবিতকালেই আরবের ইসলামিকরণ সম্পন্ন হয়
  • মদিনা হয়ে উঠেছিল সদর প্রদেশ
  • তুর-এর যুদ্ধ (৭৩২ খ্রি.) = ফ্রাঙ্ক সম্রাট চার্লস মার্টেল ইউরোপে ইসলামিকরণ আটকান

হজরত মহম্মদ পরবর্তী ইসলাম

  • হজরত মহম্মদ প্রবর্তিত ধর্ম প্রথম গ্রহণ করেন তাঁর প্রথমা স্ত্রী খাদিজা; দ্বিতীয় গ্রহণ করেন জামাতা হজরত আলি
  • কন্যা ফতিমাকে বিবাহ করেন হজরত আলি
  •  মহম্মদ-পরবর্তী ইসলামি দুনিয়ার নিয়ন্ত্রক হলেন খলিফা
  • খলিফা কথার অর্থ উত্তরাধিকারী
  • চারজন খলিফা অর্থাৎ ‘খোলাফায়ে রাশেদিন‘ –
    1. হজরত আবুবকর (৬৩২ – ৩৪)
    2. হজরত ওমর (৬৩৪ – ৪৪)
    3. হজরত ওসমান (৬৪৪ – ৫৬)
    4. হজরত আলি (৬৫৬ – ৬৬১)
  • খলিফা পরবতী শাসক উমাইদ বংশের মুরাবিয়া (ইনি খলিফা ভিত্তিক সাম্রাজ্যের অবসান ঘটান)
  • উমাইদ বংশের শাসক অল-হজ্জাজ-এর সময় ভারতের সিন্ধু অঞ্চলে প্রথম আরব অভিযান হয়।

আরবদের সিন্ধু অভিযানের ঐতিহাসিক উপাদান

  • প্রধান ঐতিহাসিক  গ্রন্থ ‘চাচনামা‘; মহম্মদ হামিদ আবু বকরের লেখা (হিন্দু রাজা চাচ্‌ সম্পর্কিত তথ্য)
  • সিন্ধু অভিযানের অন্যান্য গ্রন্থ –
    1. কিতাব ফুতুহ্‌ অল বলদন (অল বিলাদুরি)
    2. তারিখ-এ সিন্ধ (মীর মহম্মদ মাসুদ)
    3. তুহ্‌ফত-উল কিয়াম (আনিশের কাজি)

সমকালীন সিন্ধু

  • সপ্তম শতকে সিন্ধু রাজ্যের শাসক ছিলেন চাচ নামক ব্রাহ্মণ (চাচনামা গ্রন্থ অনুযায়ী); সিন্ধুর রাজধানী – আলোর
  • চাচ-এর পুত্র দাহির শাসনভার গ্রহণ করেন ৬৮৭ খ্রি. – ৭১২ খ্রি
  • অল হাজ্জাজ ও দাহিরের সম্পর্ক ও তিক্ততার প্রসঙ্গ পূর্বে উল্লিখিত গ্রন্থগুলিতে স্ব-বিরোধিতার সঙ্গে বর্ণিত হয়েছে। অর্থাৎ বিভিন্ন জন ভিন্ন ভিন্ন মত দিয়েছেন
  • সিংহল থেকে আরবগামী জাহাজ সিন্ধু অঞ্চলে জলদস্যুর দ্বারা আক্রমণ হলে অল হাজ্জআজ সিন্ধু আক্রমণের সিদ্ধান্ত নেন।

আরবদের সিন্ধু অভিযানের কারণ

  • সিন্ধু ছিল বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র; বাণিজ্যিক লাভ একটা গুরুত্বপূর্ণ বিষয়
  • নব ভূখণ্ডে ইসলামের প্রচার ও প্রসার
  • আরবদের লুণ্ঠন করবার অভিপ্রায়
  • জলদস্যু দ্বারা বাণিজ্যতরী লুঠ এবং তার প্রতিশোধ

দেবল বিজয়

  • ৭১১ খ্রি. অল হাজ্জাজ স্থল ও জলপথে দুটি অভিযান প্রেরণ করেন। এক্ষেত্রে আরবরা পরাজিত হয়।
  • পরে ৭১১-এতে অল হাজ্জাজের ভাইপো তথা জামাতা মহম্মদ বিন কাশিম দাহিরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা (তৃতীয় অভিযান) করে।
    • 👉 এই যুদ্ধে ‘বালিস্টা‘ নামক প্রস্তর-নিক্ষেপক নামক কামান ব্যবহৃত হয়।
  • মহম্মদ বিন কাশিম নির্মম হত্যাকাণ্ড চালান এবং লুঠতরাজসহ ইসলামিকরণের নির্দেশ দেন।
Download Details
———————————————————-

File Name : ভারতে মুসলিম আক্রমণ, ভারতে ইসলামের উত্থান

File Type : PDF

File Source : Drive

File Link : ভারতে মুসলিম আক্রমণ, ভারতে ইসলামের উত্থান
———————————————————-

Leave a Comment