১৯২১ সালে দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্র এবং তার পরের বছর ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের খননে মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হলে পরবর্তী সময়ে সিন্ধু সভ্যতার আরো কিছু কেন্দ্র বা নগর আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র , যা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নগর বা কেন্দ্রের সমস্ত খুঁটিনাটি বিষয় এখানে তুলে ধরলাম।
সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র নগর
@ | কেন্দ্র / নগর | অবস্থান | খননকার্য কে চালান | সাল |
---|---|---|---|---|
১ | মহেঞ্জদড়ো | লারকানা জেলা, সিন্ধু প্রদেশ, পাকিস্তান |
রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, মাক্কে, হুইলার, ডেলস |
১৯২২ ১৯২২-২৭ ১৯২৭,১৯৩১ ১৯৩০, ১৯৪৭ ১৯৬৪-৬৬ |
২ | হরপ্পা | মন্টগোমারি জেলা পাঞ্জাব প্রদেশ পাকিস্তান |
দয়ারাম সাহানি ভ্যাট্স হুইলার এ কানিংহাম মিডো |
১৯২১ ১৯২১-৩৭ ১৯৪৬ ১৯৫৬ ১৯৮৬-৯০ |
৩ | কালিবংগান | রাজস্থান | বি বি লাল ও বি কে থপার | ১৯৫৯, ১৯৬৯ |
৪ | লোথাল | গুজরাট | এস আর রাও | ১৯৫৪-৫৮ |
৫ | চানহুদাড়ো | সিন্ধুপ্রদেশ পাকিস্তান |
এন জি মজুমদার ম্যাক্কে |
১৯৩১ ১৯৩৫-৩৬ |
৬ | কোট ডিজি | সিন্ধুপ্রদেশ পাকিস্তান |
এফ এ খান | ১৯৫৫-৫৭ |
৭ | রোপার | পাঞ্জাব | ওয়াই ডি শর্মা | ১৯৫৫-৫৬ |
৮ | বনওয়ালি | হরিয়ানা | আর এস বিশত | ১৯৪৭-৭৭ |
৯ | আমরি | সিন্ধু প্রদেশ পাকিস্তান |
এন জি মজুমদার যে এম ক্যাসাল |
১৯২৯ ১৯৫৯-৬১ |
১০ | ধৌলাবীরা | গুজরাট | আর এস বিশত | ১৯৯০-৯১ |
১১ | সুকটাজেনদর | ইরান সীমান্ত, পাকিস্তান | অরেল স্টেইন | ১৯৩১ |
১২ | কুন্টাসি | গুজরাট | অয়াই এম চিতলওয়ালা | – |
১৩ | বাগালকোট | ঘাটপ্রভা উপত্যকা , কর্ণাটক | জি এফ ডেলস | ১৯৬৩-৭৯ |
১৪ | মাণ্ডা | চেনাব নদীর ডান তীর, জন্মু | যে পি যোশি, এম আচার্য | ১৯৮৬ থেকে |
১৫ | সুরকোটাডা | কচ্ছ | যে পি যোশি | ১৯৭০-৭৫ |