HistoryModern-India-and-Independence

1857 মহাবিদ্রোহের নেতৃত্ব List of Leaders of Revolt of 1857

List of Leaders of Revolt of 1857 মহাবিদ্রোহের নেতৃত্ব

১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল সমসাময়িক সময়ের বৃহত্তর বিদ্রোহ। অনেকেই এই বিদ্রোহের নানা চরিত্র নিয়ে কথা বলেছেন। এখানে এই বিদ্রোহের নানা অঞ্চলের নেতৃত্বের একটা তালিকা উদ্ধৃত হল। পাশাপাশি এই বিদ্রোহের দমনকারী ইংরেজ সেনাপতিদের নামোল্লেখও করা হল।

কেন্দ্র নেতৃত্ব সেনাপতি
দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহ, বখত খান নিকলসন ও হাডসন
কানপুর নানাসাহেব, তাতিয়া টোপি কলিন ক্যাম্পবেল
রায় বেরিলি খান বাহাদুর কলিন ক্যাম্পবেল
লখনউ বেগম হজরত মহল, কাদির কলিন ক্যাম্পবেল
ঝাঁসি রানি লক্ষ্মীবাঈ জেনারেল হিউরোজ
জগদীশপুর কুনওয়ার সিং, অমর সিং মেজর উইলিয়াম টেলর
ফৈজাবাদ মৌলবি আহমদ উল্লাহ
এলাহাবাদ লিয়াকত আলি কর্নেল নিল
মথুরা দেবী সিং, কদম সিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *