ভারতীয় মুদ্রার প্রতীক Symbol of Indian Currency

ভারতীয় মুদ্রার সঠিক নাম কী? সে সম্পর্কে চুম্বক তথ্য এখানে দেওয়া হল। ভারতীয় মুদ্রায় যে চিহ্ন দেওয়া হয়ে থাকে তার উৎপত্তির ইতিহাস নয়, বরং তা থেকে নির্যাস বের করে এখানে উপস্থাপিত হয়েছে। 

ভারতীয় মুদ্রার প্রতীক Symbol of Indian Currency

  1.  ভারতের টাকার প্রতীকটি দেবনাগরী ‘₹’ এবং ল্যাটিন ‘R’ শব্দের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে।
  2. গুয়াহাটির আই আই টি-র অধ্যাপক ডি. উদয়কুমার এই প্রতীকটি বানিয়েছেন।

ভারতীয় টাকার প্রতীক অঙ্কনের জন্য ২০০৯ সালের ৫ মার্চ ভারত সরকার একটি প্রতিযোগিতার আয়োজন করে। ২০১০ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় উল্লেখ করেন যে, ভারতীয় টাকার প্রস্তাবিত প্রতীকটিতে ভারতীয় সংস্কৃতি ও তার স্বতন্ত্রের প্রতিফলন ঘটবে। পরে ২০১০ সালের ১৫ জুলাই ডি. উদয়কুমারের অঙ্কিত প্রতীকটি ‘₹’ সর্বসম্মত ভাবে ভারতীর মুদ্রার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ভারতীয় টাকার আন্তর্জাতিক কোডটি হল তিন অক্ষর বিশিষ্ট ‘INR’।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url