Type Here to Get Search Results !

দিল্লির সুলতানি আমলের সাহিত্য | Literature during Delhi Sultanate Period PDF

দিল্লির সুলতানি আমলের সাহিত্য | Literature during Delhi Sultanate Period PDF



দিল্লির সুলতানি আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ বিভিন্ন সময়ে রচিত হয়েছে। সুলতানরা অনেকেই সভাকবি রাখতেন। তাঁরা জ্ঞানে-পাণ্ডিত্যে কোনো অংশেই কম ছিলেন না। কিছু ব্যক্তি বাইরে থেকে এসেছিলেন অর্থাৎ তাঁরা ছিলেন পর্যটক। সুলতানি যুগের ইতিহাস রচনায় এইসব গ্রন্থের মূল্য অপরিসীম। কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম এখানে উল্লেখ করা হবে।

লেখকগ্রন্থ
অলবিরুনিতহকিক-ই-হিন্দ
কুরান-ই-মাসুদি
জওহর-ই-জওহর
আমির খসরুখাজাইন-উল-ফুতুহ
তুঘলকনামা
নুহ-সিফির
মিতফাহ-উল-ফুতুহ
আয়িনা-ই-সিকান্দরি
হাস্ত বিহিস্ত
তারিখ-ই-আলাই
মিনহাজ-উস-সিরাজতবাকাৎ-ই-নাসিরি
জিয়াউদ্দিন বারনিফতেয়া-ই-জাহান্দরি
তারিখ-ই-ফিরোজশাহি
ফিরোজ শাহফতোয়া-ই-ফিরোজশাহি
ফিরোজ আবাদিকামুস
হাসান নিজামিতাজ-উল-মাথির
আবু বকরচাচ নামা
ফকিরুদ্দীনতারিখ-ই-মুবারকশাহি
শামস-ই-সিরাজ আতিফতারিখ-ই-ফিরোজশাহি
ইবন বতুতাকিতাব-উল-রাহেলা
ইসামিফুতুহ-উস-সালাতিন
ফিরদৌসীশাহনামা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad