ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত

Important Waterfalls of India ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাতগুলির উল্লেখ এখানে করা হবে। ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো ‘কুঞ্চিকল’, উচ্চতা ৪৫৫ মিটার / ১৪৯৩ ফুট। ভারাহি নদীতে এই জলপ্রপাতটি গড়ে উঠেছে। পূর্বে ‘যোগ’ জলপ্রপাতকে উচ্চতম জলপ্রপাত হিসেবে গণ্য করা হত। বর্তমানে উচ্চতার দিকে ‘যোগ’ জলপ্রপাত নবম স্থানের অধিকারী।

ভারতের বিখ্যাত জলপ্রপাত

জলপ্রপাতের নামউচ্চতাস্থাননদীর নাম
কুঞ্চিকল [১ম]৪৫৫ মিটারশিমাগো (কর্ণাটক)ভারাহি নদী
বরোহিপাণি [২য়]৩৯৯ মিটারময়ূরভঞ্জ (ওড়িশা)বুদ্ধবালাঙ্গা নদী
নোহকালীকাই৩৪০ মিপূর্ব খাসি (মেঘালয়)নোহকালীকাই নদী
লাংশিয়াং৩৩৭ মিপশ্চিম খাসি (মেঘালয়)ক্যংশি
দুধসাগর৩১০ মিকর্ণাটক/গোয়ামান্ডোভী
মিনমুট্টি৩০০ মিকেরালা
থালাইয়ার২৯৭ মিতামিলনাড়ুমঞ্জালার নদী
বারকানা২৫৯ মিকর্ণাটকসীতা নদী
যোগ / গেরসোপ্পা / মহাত্মা গান্ধী২৯২ মিশিমাগো (কর্ণাটক)সরাবতী নদী
এন্না১৮৩ মিওড়িশাএন্না নদী
রাকিম কুণ্ড১৬৮ মিরোটাস মালভূমিগাইঘাটা
ওড্ডা১৪৫ মিমধ্যপ্রদেশওড্ডা
চাচাই১২৭ মিমধ্যপ্রদেশচাচাই
কেভতি৯৮ মিমধ্যপ্রদেশমাহান
ওকহারেন৯০ মিরোটাস মালভূমিগোপাথ
শিবসমুদ্রম১০১কর্ণাটককাবেরী
দুর্গাবতী৮০ মিরোটাস মালভূমিদুর্গাবতী
হুড্রু৭৫ মিঝাড়খণ্ডসুবর্ণরেখা
পূর্বা৭০ মিমধ্যপ্রদেশটনস্‌
সাধনী৬০ মিঝাড়খণ্ডশঙ্খ
গোকাক৫৫ মিবেলগাওঘাটাপ্রভা
দশম৪০ মিঝাড়খণ্ডকাঞ্চি

বিশেষ কথা : শিলং শহরের চারিদিকে ৬টি জলপ্রপাত অবস্থিত। এগুলি হল – এলিফ্যান্ট, বিডন, সুইট, বিশপ, স্প্রেড ঈগল এবং শ্রীনোলাইন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url