ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল

নদী সাধারণত উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে অন্য জলধারার সঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়। ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল আমাদের জানা দরকার। নিম্নে উল্লেখযোগ্য নদীগুলির নাম ও কোথায় সেগুলি মিলিত হয়েছে তার নাম উল্লেখ করা হল–

ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল

নদীর নামসঙ্গম স্থল
অলকানন্দা ও ধৌলিগঙ্গাবিষ্ণুপ্রয়াগ [উত্তরাখণ্ড]
অলকানন্দা ও নন্দাকিনীনন্দাপ্রয়াগ [উত্তরাখণ্ড]
অলকানন্দা ও মন্দাকিনীরুদ্রপ্রয়াগ [উত্তরাখণ্ড]
অলকানন্দা ও ভাগীরথীদেবপ্রয়াগ [উত্তরাখণ্ড]
গঙ্গা ও কোশীকুরুসেলা [বিহার]
গঙ্গা ও যমুনাএলাহাবাদ
কৃষ্ণা ও তুঙ্গভদ্রাআলমপুর [তেলেঙ্গানা]
তুঙ্গা ও ভদ্রাকুডলি [কর্ণাটক]
গঙ্গা ও গণ্ডকহাজিপুর [বিহার]
অলকানন্দা – সরস্বতীকেশবপ্রয়াগ
নীলগঙ্গা – ভাগীরথীগুপ্তপ্রয়াগ
সোমনদী – মন্দাকিনীসোমপ্রয়াগ
গঙ্গা – যমুনা – সরস্বতীপ্রয়াগ রাজ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url