ব্রিটিশ ভারতের বিভিন্ন সংবাদপত্র আইন

List of Press Act in British India ব্রিটিশ ভারতের বিভিন্ন সংবাদপত্র আইন

ভারতে মুদ্রণ শিল্পের বিকাশ ঘটেছিল ব্রিটিশদের হাত ধরে। বিভিন্ন সংবাদপত্র প্রকাশের পাশাপাশি সেসব মুদ্রণের ক্ষেত্রে কিছু আইনকানুন ব্রিটিশ সরকার চালু করেছিল। এখানে বিভিন্ন আইনের একটা তালিকা উল্লেখ করা হলো। বিস্তারিত আলোচনা অন্য পোস্টে দেওয়া হবে।

বিভিন্ন প্রেস আইনসময়কার সময়ে
সেন্সরশিপ অব প্রেস অ্যাক্ট১৭৯৯লর্ড ওয়েলেসলি
অ্যাডামস রেগুলেশন / লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট১৮২৩জন অ্যাডামস
প্রেস অ্যাক্ট১৮৩৫চার্লস মেটক্যাফ
দি লাইসেন্সিং অ্যাক্ট১৮৫৭লর্ড ক্যানিং
দি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাক্ট ২৫১৮৬৭স্যার জন লরেন্স
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট১৮৭৮লর্ড লিটন
নিউজ পেপার অ্যাক্ট১৯০৮লর্ড মিন্টো
ইন্ডিয়ান প্রেস অ্যক্ট১৯১০লর্ড মিন্টো
প্রেস কমিটি১৯২১আর্ল অফ রিডিং
প্রেস অর্ডিন্যান্স১৯৩০লর্ড আরউইন
ইন্ডিয়ান প্রেস এমারজেন্সি অ্যাক্ট১৯৩১লর্ড আরউইন

স্বাধীনতার পর বিভিন্ন আইন

বিভিন্ন প্রেস আইনসময়
রেজিস্ট্রেশন অব নিউজপেপারস (সেন্ট্রাল) রুলস১৯৫৬
দি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাপিলেট বোর্ড১৯৬১
দি প্রেস কাউন্সিল অ্যাক্ট১৯৭৮
দি প্রেস কাউন্সিল রুলস্‌১৯৭৯
দি প্রেস কাউন্সিল (প্রসিডিওর ফর নমিনেশন অফ মেম্বারস) রুলস১৯৭৮
দি প্রেস কাউন্সিল (প্রসিডিওর ফর কন্ডাক্ট অফ মিটিংস অ্যান্ড বিজিনেস) রুলস১৯৭৯
দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া রেজুলেশন১৯৯৯
দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট২০০৫
দ্য প্রেস কাউন্সিল অ্যামেন্ডমেন্ট রেজুলেশন২০০৬

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url