গুরুত্বপুর্ণ রেচন অঙ্গ তালিকা | কোন প্রাণীর কোন রেচন অঙ্গ তালিকা | Important Excretory Organs
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম আমাদের জেনে রাখা জরুরি। চাকরির পরীক্ষায় রেচন অঙ্গের নাম আসতে পারে। নিচে গুরুত্বপুর্ণ রেচন অঙ্গের একটি তালিকা উল্লিখিত হলো।
গুরুত্বপূর্ণ রেচন অঙ্গের নাম
প্রাণীর নাম | রেচন অঙ্গ |
---|---|
কেঁচো/জোঁক | নেফ্রিডিয়া |
তারামাছ | অ্যামিবোসাইট কোশ |
মাকড়সা/কাঁকড়া বিছে | কক্সাল গ্রন্থি |
ফিতাকৃমি | ফ্লেম কোশ |
ঝিনুক | কেবারের অঙ্গ |
শামুক | বোজানাসের অঙ্গ |
আরশোলা | ম্যালপিজিয়ন নালিকা |
চিংড়ি | সবুজ গ্রন্থি |
সকল মোলাস্কা পর্বভুক্ত মেরুদন্ডী | বৃক্ক |
অ্যামিবা | সংকুচিত গহবর[প্রকৃত নয়] |
স্পঞ্জ/হাইড্রা | দেহতল |
প্লানেরিয়া | ফ্লেমকোশ |
অ্যাম্ফিঅক্সাস | সোলোনোসাইট |
অ্যাসকারিস | রেনেট কোশ |