GK-Mock-Test

Daily GK Mock Test in Bengali, Part 6

Daily GK Mock Test in Bengali, Part 6

1. কার্বনে প্রাকৃতিকভাবে কতটি আইসোটোপ আছে?
A) 2
B) 4
C) 5
D) 3
ANSWER : D) 3
2. ব্রিটিশ শাসনামলে অন্য তিনটি প্রতিষ্ঠানের তুলনায় নিম্নোক্ত কোন সংগঠনটি সর্ব প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
A) ব্রাহ্ম সমাজ
B) সত্য শৌধক সমাজ
C) প্রার্থনা সমাজ
D) পরমহংস মণ্ডলী
ANSWER : A) ব্রাহ্ম সমাজ
3. তিলাইয়া আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্যপ্রদেশ
B) গুজরাট
C) ঝাড়খণ্ড
D) মহারাষ্ট্র
ANSWER : C) ঝাড়খণ্ড
4. 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা (national emergency) ঘোষণা করা হয়েছিল তখন নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?
A) জাকির হোসেন
B) বরাহগিরি ভেরুট গিরি
C) নীলম সঞ্জীব রেড্ডি
D) ফখরুদ্দিন আলী আহমেদ
ANSWER : D) ফখরুদ্দিন আলী আহমেদ
5. নিম্নোক্ত কোন NGOs টি Skoll Award for Sucial  Entrepreneurship 2020 জিতেছে? 
A) CRY
B) ARMMAN
C) Greenpeace 
D) Goonj
ANSWER: B) ARMMAN
6. নিম্নোক্ত কোনটি ঐতিহ্যগতভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতি গোষ্ঠী নয়?
A) সেন্টিনেলিজ ( Sentinelese)
B)ওঞ্জ (onge)
C) জারাওয়া (Jarawa )
D) টিটি (মুন্ডা)
ANSWER : D) টিটি মুন্ডা (Munda)
7. ভারতের সংবিধান অনুযায়ী, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বছর বয়স না হওয়া পর্যন্ত পদে একজন সদস্য ছয় বছর বা_থাকেন।
A) 60টি
B) 62
C) 65
D) 68
ANSWER: C) 65
8. 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় (প্রাকৃতিক) খোদাই করা হয়েছে?
A) গির জাতীয় উদ্যান
B) দাচিগাম জাতীয় উদ্যান
C) হেমিস জাতীয় উদ্যান
D) কেওলাদেও জাতীয় উদ্যান
ANSWER : D) কেওলাদেও জাতীয় উদ্যান
9. ভারতের অর্থ কমিশন সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে দ্বারা গঠিত হয়।
A) সুপ্রিম কোর্ট
B) উপ-রাষ্ট্রপতি
C) রাষ্ট্রপতি
D) হাইকোর্ট
ANSWER : C) রাষ্ট্রপতি
10. নিম্নোক্ত কোনটি ক্রোমাইট নামক খনিজটির বৈজ্ঞানিক নাম?
(A) অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম অক্সাইড 
B) কপার ক্রোমিয়াম অক্সাইড
C) সিলভার ক্রোমিয়াম অক্সাইড
D) আয়রন ক্রোমিয়াম অক্সাইড
ANSWER : D) আয়রন ক্রোমিয়াম অক্সাইড
11. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
A) মেঘালয়
B) অরুণাচল প্রদেশ
C) নাগাল্যান্ড
D) সিকিম
ANSWER : A) মেঘালয়
12. নিম্নোক্ত কোন রাজ্যে মহাদেও পাহাড় (Mahadev Hills) প্রধানত বিস্তৃত।
(A) মধ্যপ্রদেশ
 B) উত্তরপ্রদেশ
C) ছত্তিশগড়
D) ঝাড়খণ্ড
ANSWER : A) মধ্যপ্রদেশ
13. নিম্নোক্ত কোন সংস্থাটি বিলিয়নেয়ার ওয়ারেন বাফেট দ্বারা পরিচালিত হয়?
A) আমেরিকান এক্সপ্রেস কোম্পানি
B) বার্কশায়ার হ্যাথাওয়ে 
C) ব্যাঙ্ক অফ আমেরিকা
D) জেপি মরগান চেজ
ANSWER : B) বার্কশায়ার হ্যাথাওয়ে 
14. 2023 সালের জানুয়ারীতে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংসদীয় দলের সভাপতি ( President of the Indian Parliamentary Group) ছিলেন?
A) এম ভেঙ্কাইয়া নাইডু
B) বীরেন্দ্র কুমার
C) ওম বিড়লা
D) সুমিত্রা মহাজন
ANSWER : C) ওম বিড়লা
15. ভারতে কখন জাতীয় ভোক্তা দিবস (National Consumer Day) পালন করা হয়?
(A) 26 ডিসেম্বর
B) 24 ডিসেম্বর
C) 24 নভেম্বর
D) 26 নভেম্বর
ANSWER : B) 24 ডিসেম্বর
16. ষষ্ঠ বিক্রমাদিত্য, যার জীবনী তাঁর রাজসভার কবি বিলহন দ্বারা রচিত হয়েছিল, তিনি __রাজবংশের একজন শাসক ছিলেন।
(A) চালুক্য
B) গঙ্গা
C) রাষ্ট্রকূট
D) পল্লব
ANSWER : A) চালুক্য
17. পদার্থের নিম্নোক্ত কোন অবস্থা বোস-আইনস্টাইন কনডেনসেট (Bose-Einstein condensate) নামেও পরিচিত?
A) দ্বিতীয়
C) চতুর্থ
B) তৃতীয়
(D) পঞ্চম
ANSWER : D) পঞ্চম
18. নিম্নোক্ত কোনটি সিলিকন ডাই অক্সাইডের বৈশিষ্ট্য?
A) এটি বিদ্যুৎ সঞ্চালন করে। 
B) এটি নরম।
C) এটি জলে দ্রবণীয়া
D) এটা উচ্চ গলনাঙ্ক আছে,
ANSWER : D) এটা উচ্চ গলনাঙ্ক আছে,
19. নিম্নোক্ত কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট?
A) উইম্বলডন
B) ফ্রেঞ্চ ওপেন
C) অস্ট্রেলিয়ান ওপেন
D) US ওপেন
ANSWER : A) উইম্বলডন
20. নিম্নোক্ত কোন উৎসবটি ‘মণিপুরী নববর্ষ’ (Manipuri New Year) নামেও পরিচিত?
A) চেইরাওবা (Cheiraoba)
B) হেইকু হিডংবা (Heikru Hidongha)
C) গ্যাং-এনগাই (Gang – Ngai)
D) কুট (KUT)
ANSWER : A) চেইরাওবা (Cheiraoha)
21. নিম্নোক্ত কোন রোগটি ফ্ল্যাভিভাইরাস দ্বারা হয় না?
A) পোলিও
B) ইয়েলো ফিভার
C) জাপানিজ এনসেফালাইটিস
D) ডেঙ্গু
ANSWER : A) পোলিও
22. রানী রুদ্রমাদেবী নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন?
A) ভকাটক
B) পশ্চিম গঙ্গা
C) কাকাতিয়া
D) চোল
ANSWER : C) কাকাতিয়া
23. নিম্নোক্ত কোনটি 2022 এশিয়ান গেমসের ‘দ্য স্মার্ট ট্রিপলেটস’ এর অফিসিয়াল মাসকটের একটি নয় ?
A) লিয়ানলিয়ান (Lianlian)
B) চেনচেন (Chenchen)
C) কিনচেন (Kinchen)
D) কংকং (Congcong)
ANSWER : C) কিনচেন (Kinchen)
24. গীতা রামজী, একজন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান যিনি 2020 সালের মার্চ মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, নিম্নোক্ত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল ?
A) নিউক্লিয়ার ফিজিক্স
 B) মহাকাশ গবেষণা
C) উন্নয়ন অর্থনীতি
(D) ভাইরোলজি
ANSWER : D) ভাইরোলজি
25. নিম্নলিখিত আইটেমগুলির মধ্যে কোনটি ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে সরাসরি প্রভাবিত করে না?
A) বিদেশে নেট আয় (Net income abroad)
B) বৈদেশিক সাহায্য (Foreign aid )
C) বাণিজ্য ফাঁক (Trade gap)
D) রাজস্ব আয় (Revenue income )
ANSWER : D) রাজস্ব আয় (Revenue income )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *