Delhi Electric Vehicle Policy 2020
Spread the love
Delhi Electric Vehicle Policy 2020
চুম্বক
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরওয়াল 7 August, 2020 তারিখে ‘Electric Vehicle Policy’ চালু করলেন। এই নীতির মূল লক্ষ্য হলো- অর্থনীতির উন্নয়ন, নতুন কাজের সন্ধান এবং দূষণ প্রতিরোধ করা। ২০২৪ সালের মধ্যেই ২৫% ইলেক্ট্রিক গাড়ি তৈরির লক্ষ্য ধার্য করা হয়েছে। তাছাড়া-
- এই নীতিতে দু’চাকা, অটো, এ-রিক্সার ইত্যাদির জন্য ৩০,০০০ টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।
- গাড়ির জন্য ১,৫০০০০ টাকা পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে।
- বৈদ্যুতিন ব্যবসায়িক গাড়ির জন্য খুব কম সুদে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।
এককথায় এই নীতির লক্ষ্য হলো আগামী ৫ বছরের মধ্যে ৫ লক্ষ পর্যন্ত ইলেক্ট্রিক গাড়ির সংখ্যা বাড়ানো।
নীতির Feature সমূহ
- আগামী ১ বছরের মধ্যে ‘State Electric Vehicle Board’ গঠনের পাশাপাশি ২০০ টির মতো চার্জিং স্টেশন তৈরি করা।
- যারা পেট্রল-ডিজেল গাড়ির পরিবর্তে ইলেক্ট্রিক গাড়ি কিনতে উৎসাহ দেখাবে, রাজ্য সরকার তাদের উৎসাহ ভাতা প্রদান করবে। ভারতে এমন নীতি দিল্লিতেই চালু হতে চলেছে।
- আগামী তিন বছর এই নীতিই বহাল থাকবে। প্রয়োজনে সংশোধন করা হতে পারে।
- গত ৫ বছরে দিল্লিতে প্রায় ২৫% দূষণ কম হয়েছে। সরকারে লক্ষ্য এই দূষণ আরো কমানো।