KVIC Set up First Silk Training Centre in Arunachal Pradesh
KVIC Set up First Silk Training Centre in Arunachal Pradesh
চুম্বক
Khadi and Village Industries Commission এই প্রথম অরুণাচল প্রদেশে রেশম সংক্রান্ত শিক্ষণ ও উৎপাদন কেন্দ্র গড়ে তুলল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এই কেন্দ্র গড়ে তোলা হবে।
KVIC তাঁত ছাড়াও রেশম সুতো বোনা মেশিন প্রদান করবে। মোটামুটি ২৫ জন শিল্পীকে এই কেন্দ্র থেকে দক্ষতার প্রশিক্ষণ দেবে যাতে করে ঐ অঞ্চলে বয়ন শিল্পের উন্নয়ন ঘটে।
অরুণাচল প্রদেশে রেশম শিল্প
উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য অরুণাচল প্রদেশে রেশম কীট চাষে অর্থাৎ সেরিকালচার শিল্পে বেশ উন্নত। চার ধরনের রেশম সুতোই এখানে উৎপাদিত হয়- Mulbery, Oak Tasar, Eri এবং Muga। সাধারণত উচ্চ অক্ষাংশে তসর চাষ বেশি লক্ষ করা যায়। এরি এবং মুগা বেশিরভাগ পর্বতের পাদদেশে এবং মালবারি মধ্য অক্ষাংশে লক্ষণীয়।
ভারতে রেশম উৎপাদন
বিশ্বে রেশম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। উল্লিখিত চার ধরনের সিল্ক উৎপাদনে ভারতের অবদান নিম্নরূপ-
- মালবারি ৭৪.৫১ %
- এরি ১৬.৫ %
- তসর ৮.৫ %
- মুগা ০.৫৫ %
ভারত সাধারণত আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলিতে রেশম রপ্তানি করে। ২০১৪-১৫ সালের নিরিখে রেশম সংশ্লিষ্ট কাজের সুযোগ ঘটেছিল ৮.০৩ মিলিয়ন অর্থাৎ প্রায় ৮০ লক্ষ।
Silk Samagra Scheme
‘সিল্ক সমগ্র প্রকল্প’ চালু করে ভারতের কেন্দ্রীয় রেশম পর্ষদ। সেরিকালচার উন্নয়নে ভারত সরকার এই প্রকল্প চালু করেছে। এর চারটি মূল লক্ষ্য হল-
- বীজ সংস্থা
- বাজার সংক্রান্ত উন্নয়ন
- গবেষণা, পরীক্ষণ ইত্যাদি
- গুনমান নির্ণয়, রপ্তানি ইত্যাদি
Central Silk Board
১৯৪৮ সালে এই পর্ষদ গঠিত হয়, এটি একটি Statutory Body. পর্ষদের হেড কোয়ার্টার ব্যাঙ্গালোর-এ।