National Handloom Day – August 7
National Handloom Day – August 7 জাতীয় তাঁত দিবস- ৭ আগস্ট
চুম্বক
ভারত সরকার প্রতি বছর 7 August জাতীয় তাঁত দিবস [National Handloom Day] পালন করে। ভারতীয় তাঁতিদের প্রতি শ্রদ্ধাবশত এই দিবস পালনা করা হয়ে থাকে। পাশাপাশি তাঁত শিল্পে ভারতের অবস্থান বিষয়ে পর্যালোচনা করা হয়ে থাকে।
2015 সালের 7 August দিনটিতে প্রথম এই ‘দিবস’ পালন করা হয়। এই বছর অর্থাৎ 2020 সালে ষষ্ঠ ‘জাতীয় তাঁত দিবস’ পালিত হবে। Misnistry of Textile-এর সহযোগিতায় এই দিবস পালিত হয়।
7 August কেন ?
1905 সালের 7 august স্বদেশি আন্দোলনের সূচনা হয় । এই প্রেক্ষিতে এই দিবস স্মরণ করা হয়ে থাকে। বাংলার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেই ছিল প্রথম স্বদেশি পণ্যের জন্য আন্দোলন।
তাঁত শিল্প Handloom
ভারতের তাঁত শিল্প ভারতীয় অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁত শিল্পের সঙ্গে আনুমানিক ৪৩ লক্ষ শিল্পী জড়িত রয়েছে, যারা অনেকেই অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়ের। বস্ত্রবয়ন শিল্পের প্রায় 15% অধিকার করে আছে এই তাঁত শিল্প।
তাঁত শিল্প সংক্রান্ত প্রকল্প Scheme on Handloom Sector
National Handloom Development Programme
2017 সালে প্রথম এই প্রকল্প গৃহীত হয়।
Comprehensive Handloom Cluster Development Scheme
2017 সালে প্রথম এই প্রকল্প গৃহীত হয়।
Yarn Supply Scheme
Weavers MUDRA Scheme