SURAKHSYA National Portal of Project Elephant
SURAKHSYA National Portal of Project Elephant
চুম্বক
১০ আগস্ট, ২০২০ তে পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ‘SURAKHSYA’ নামে একটি পোর্টালের উদ্বোধন করলেন। এর মূল লক্ষ্য হল হাতি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ ও সরবরাহ করা।
১২ আগস্ট World Elephant Day. সেই দিনটির আয়োজনে ভারত সরকার এই পোর্টালটির উদ্বোধন করল। এই দিনটির গুরুত্ব হলো, এই দিনটিতে বন্য হাতি সংরক্ষণ ও বন্য হাতির খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া।
IUCN
এশিয়ার হাতি IUCN-এর তালিকায় (RED LIST) ‘Endangered’ রূপে চিহ্নিত। কারণ ভারত ছাড়া এশিয়ার অন্যান্য দেশে হাতির সংখ্যা ক্রম হ্রাসমান। এশিয়ায় আনুমানিক হাতির সংখ্যা ৫০,০০০ থেকে ৬০,০০০; এর মধ্যে ৬০% ভারতে আছে।
হাতি প্রকল্প
‘Project Elephant’ নামের প্রকল্প ভারতে চালু হয় ১৯৯২ সালে। বন্য জীবনচর্যা ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প চালু করা হয়েছিল। স্বাভাবিক বাসস্থানের মধ্যেই যাতে হাতির সংখ্যা বাড়ে এবং তারা দীর্ঘজীবী হয় – এই উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়েছিল। হাতি ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার ক্ষেত্রেও এই প্রকল্প উৎসাহ দিয়ে থাকে।
Elephant Corridor
হাতিদের এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে যাওয়ার নির্দিষ্ট পথ হলো এলিফ্যান্ট করিডর।
- ভারতে এখনো পর্যন্ত ৮৮ টি এইরকম যাতায়াত পথের হদিশ পাওয়া গেছে।
- এর মধ্যে ২২ টি উত্তর-পূর্ব ভারতে, ১৪ টি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে, ২০ টি দক্ষিণ ভারতে, ১২ টি উত্তর-পশ্চিম ভারতে এবং ২০ টি মধ্য ভারতে।
তবে এই যাতায়াতের পথে সবথেকে যে বিপদ লক্ষ করা যাচ্ছে তা হলো- অনিয়ন্ত্রিত বাড়িঘর নির্মাণ, রাস্তা তৈরি এবং রেলপথ নির্মাণ।