What is Swachh Bharat Kranti ?
Spread the love
What is Swachh Bharat Kranti ? স্বচ্ছ ভারত ক্রান্তি কী ?
চুম্বক
‘Swachh Bharat Kranti’ আসলে ‘Swachh Bharat Revolution’ বইয়ের হিন্দি সংস্করণ। এই হিন্দি সংস্করণ August 5, 2020 তারিখে স্মৃতি ইরানি এবং গজেন্দ্র সিং কর্তৃক উদ্বোধিত হয়।
বইটি Swachh Bharat Mission সম্পর্কিত, ৩৫ টি প্রবন্ধের সংকলন। কয়েকজন উল্লেখযোগ্য লেখক হলেন, রতন টাটা, অরুন জেটলি প্রমুখ।
Swachh Bharat Mission (SBM)
2014 সালে এই মিশন প্রথম শুরু হয়। Misitry of Water and Sanitation দ্বারা এই মিশন চালু হয়েছিল। SBM Rural এবং SBM Urban- এই দুটি ভাগে মিশনটি বিভক্ত।
SBM Urban প্রকল্পে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে SBM-Rural প্রকল্পে গ্রামীণ অঞ্চলে Open Defecation Free (ODF) India গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।