World Tribal Day 9 August
Spread the love
World Tribal Day 9 August বিশ্ব আদিবাসী দিবস
চুম্বক
প্রতি বছর জাতিপুঞ্জসহ অন্যান্য প্রতিষ্ঠান ৯ আগস্ট ‘বিশ্ব আদিবাসী দিবস’ বা ‘বিশ্ব জনজাতি দিবস’ রূপে পালন করে। এই দিনটি বিশ্বের আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষকে স্মরণ করায় এবং সমানাধিকারের বার্তা জানায়।
- এবছরের থিম হলো – COVID-19
- প্রথম এই দিবস পালিত হয় ১৯৯৪ সালে।
- ভারতের প্রধান আদিবাসী জাতি
ভারতে অনেক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। সংবিধানের ৫ নং তপশিলীতে এই সম্প্রদায়ের সম্বধে বলা হয়েছে। তাদের তপশিলী উপজাতি বলা হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী প্রায় ১০.৪৩ কোটি আদিবাসীর বাস আমাদের ভারতে। অর্থাৎ মোট জনসংখ্যার ৮.৬ %।
Article 342 অনুযায়ী রাজ্যপালের পরামর্শে নতুন জনজাতিকে সংবিধানের তপশিলের অন্তর্ভুক্ত করতে পারেন।
Tribal Movement জনজাতি বিদ্রোহ
- সাঁওতাল বিদ্রোহ – যার অন্যনাম ‘হুল’ । প্রধান নেতা সিধু, কানু। সময়কাল ১৮৫৫ সাল।
- বোরো বিদ্রোহ – উত্তর-পূর্বের বোরো অঞ্চলে সংঘটিত বিদ্রোহ।
- কোল বিদ্রোহ , ভিল বিদ্রোহ, গোন্ড বিদ্রোহ ইত্যাদি।