Type Here to Get Search Results !

উত্তর-পূর্ব ভারতের 7টি লোকনৃত্য

লোক নৃত্য মানুষের জীবনচর্যার সঙ্গে জড়িয়ে থাকে। ভারতের লোক নৃত্য ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করে। ক্ল্যাসিকাল বা ধ্রুপদি নাচের মতো এই লোক নাচ নয়। দলবদ্ধ হয়ে এইসব নাচ হয়। তাদের আনন্দ, দুঃখ, কাহিনি এইসব নাচের মধ্য দিয়ে ফুটে ওঠে।

সোজা কথায় বলতে গেলে এইধরনের নাচ কোন দলবদ্ধ মানুষের দ্বারা সৃষ্টি হয়েছিল এবং তা সামাজিক পরম্পরায় মানুষের মাঝে এই নাচের তরঙ্গ এখনো রয়ে গেছে। ভারত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। এখানে নানা জাতি-উপজাতির বাস। এখানের যেমন ক্ল্যাসিকাল নাচ দেখতে পাওয়া যাবে তেমনি দেখতে পাওয়া যাবে লোক নৃত্য। হয়তো অনাদরে এইসব নাচ এখনো কোনও সামাজিক উৎসবে বা ধর্মীয় উৎসবে দেখতে পাওয়া যাবে।

এখানে উত্তর-পুর্ব ভারতের কয়েকটি Folk-Dance বা লোক-নৃত্য লিয়ে আলোচনা করা হোল।

7 Folk Dances of North-East India উত্তর-পূর্ব ভারতের 7টি লোকনৃত্য

DancesAbout
Thabal Chongba [থাবাল চোংবা]মনিপুরের বিখ্যাত লোক নৃত্য।
বিভিন্ন উৎসবে এই নাচ হয়ে থাকে।
‘থাবাল’ -এর অর্থ Light of Moon ‘চাঁদের আলো’
‘চোংবা’ -এর অর্থ ‘নাচ’
‘চাঁদের আলোয় নৃত্য’
সাধারণত যুবক-যুবতীরা যখন কোন অনুষ্ঠানে যোগ দেয় তখন এই নাচ হয়ে থাকে।
Sankirtana [সংকীর্তন]মণিপুরের ধর্মীয় নৃত্য।
গান ও নাচের মেলবন্ধন লক্ষ করা যায়।
বৈষ্ণবধর্মের সঙ্গে এই নাচ যুক্ত।
২০১০ এ UNESCO-এর হেরিটেজ তালিকায় এটি স্থান পায়।
Bihu [বিহু]আসামের বিখ্যাত লোক নৃত্য।
আসামের আবালবৃদ্ধবণিতা এই নাচে অংশ নেয়।
তিন ধরণের বিহু লক্ষ করা যায়-
2. Bohag
2. Magn
3. Kati
Hajgiri [হাজগিরি]ত্রিপুরা রাজ্যের নৃত্য।
যুবকেরা নেচে থাকে।
সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনার সময় এই নাচ
করা হয়ে থাকে।
Nongkrem [নংক্রেম]মেখালয়ের খাসি উপজাতিদের একটি নাচ।
তাদের নিজেদের বিবর্তনের স্মরণে এই নাচ হয়ে থাকে।
এদের নিজস্ব বসবাসের জায়গাকে বলা ‘হিমা’
Bambooমিজোরামের বিখ্যাত লোক নৃত্য।
এটি দলবদ্ধ নৃত্য।
নামে পুরুষ – মহিলা উভয়েই অংশগ্রহণ করে।
বাঁশের লাঠি নিয়ে পুরুষেরা দোলায় এবং মেয়েরা তালে তালে বাঁশের লাঠির মাঝে পা দিয়ে নাচতে থাকে।
Dholam-Cholam [ঢোলাম-ছোলাম]মনিপুরের একটি লোক নৃত্য।
হোলি উৎসবে এই নাচ তারা করে থাকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad