[Quiz] ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা থেকে 30+ কুইজ | Indian Constitution Origin & Indian Constitution Preamble | PDF

Visit Our Website : www.easygk.in




[Quiz] ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা থেকে 30+ কুইজ | Indian Constitution Origin & Indian Constitution Preamble | PDF





(১) ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে?

  • ভারত শাসন আইন ১৮৪৮
  • ভারত শাসন আইন ১৯১৯
  • ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯
  • ভারত শাসন আইন ১৯৩৫ ✅


(২) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুসৃত?

  • কানাডা
  • গ্রেট ব্রিটেন
  • মার্কিন যুক্তরাষ্ট্র ✅
  • সুইডেন  

(৩) 'ধর্মনিরপেক্ষতা' বলতে বোঝায়--

  • রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে।
  • রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোন ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। ✅
  • সংখ্যাগুরু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে।
  • উপরোক্ত কোনটিই নয়।


(৪) ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ---

  • রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিকে
  • ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ✅
  • মৌলিক অধিকারকে
  • ওপরের কোনোটিই নয় ।

(৫) কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে?

  • আয়ারল্যান্ডের সংবিধান
  • ভারত শাসন আইন 1935 
  • সোভিয়েত রাশিয়ার সংবিধান ✅
  • সুইজারল্যান্ড এর সংবিধান 

(৬) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রুপায়ন করেছে?

  • ফ্রান্স 
  • ব্রিটেন ✅
  • কানাডা 
  • সুইডেন 

(৭) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত বিষয়টি সম্পর্কে ধারণা স্বচ্ছ ধারণা লাভ করা যায়

  • ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি 
  • রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য ✅
  • ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময়কাল 
  • ভারতের বৈদেশিক নীতি 

(৮) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা

  • 24 তম 
  • 44 তম 
  • 42 তম  ✅
  • 61 তম 

[৯] ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

  • ইউকে  ✅
  • ইউ এস এ 
  • দক্ষিণ আফ্রিকা 
  • আয়ারল্যান্ড 

[১০] ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপাল এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

  • সুইজারল্যান্ড 
  • কানাডা 
  • সুইডেন ✅
  • জার্মানি 

[১১] ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম কে উত্থাপন করেন?

  • ডক্টর আম্বেদকর 
  • জওহরলাল নেহেরু  ✅
  • ডঃ রাজেন্দ্র প্রসাদ 
  • সরদার প্যাটেল 

[১২] সংবিধানের প্রস্তাবনা কোন প্রকার ন্যায়বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে?

  • সামাজিক 
  • রাজনৈতিক 
  • অর্থনৈতিক 
  • উপরের সবগুলি ✅

[১৩] জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা কোন দেশ থেকে ভারতে এসেছে?

  • ইউকে ✅
  • ইউ এস এ 
  • কানাডা 
  • আয়ারল্যান্ড 

[১৪] ভারতীয় সংবিধানে বর্ণিত বিচারবিভাগীয় পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?

  • ফ্রান্স 
  • ইউএসএ ✅
  • কানাডা 
  • আয়ারল্যান্ড 



[১৫] কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করে যে প্রস্তাবনা হলো সংবিধানের অংশ?

  • বেরুবাড়ী মামলা 
  • মিনার্ভা মিলস মামলা 
  • কেশবানন্দ ভারতী মামলা ✅
  • এগুলির কোনোটিই নয় 


[১৬] সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক?

  • প্রস্তাবনা সংবিধানের কার্যকর অংশ নয় 
  • প্রস্তাবনা সংবিধানের ব্যাখ্যা করতে সাহায্য করে 
  • প্রস্তাবনা সংবিধান রচয়িতা মনোভাব প্রকাশ করে 
  • সবকটিই ঠিক ✅


[১৭] প্রস্তাবনার সমাজতান্ত্রিক শব্দটি নিম্নলিখিত কোনটিকে বোঝায়?

  • সামাজিক সমতা 
  • অর্থনৈতিক সমতা 
  • রাজনৈতিক সমতা 
  • প্রথম দুটো ঠিক ✅

[১৮] সংবিধানের প্রস্তাবনায় চারটি নীতির উল্লেখ যেভাবে করা হয়েছে তা হল

  • সাম্য স্বাধীনতা ন্যায় সৌভ্রাতৃত্ব 
  • সৌভ্রাতৃত্ব ন্যায় স্বাধীনতা সাম্য 
  • ন্যায় স্বাধীনতা সাম্য সৌভ্রাতৃত্ব ✅
  • স্বাধীনতা ন্যায় সাম্য সৌভ্রাতৃত্ব 


[১৯] সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত সার্বভৌম শব্দের কোন অর্থ সঠিক?

  • অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত 
  • বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত ✅
  • সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত 
  • কোন সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত 


[২০] ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক একাউন্ট কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?

  • সুইডেন 
  • গ্রেট ব্রিটেন ✅
  • ইউ এস এ 
  • কানাডা 


[২১] শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

  • কানাডা ✅
  • ইউ কে 
  • ইউএসএ 
  • ইউএসএসআর 


[২২] নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোন কোন লিখিত  সংবিধান নেই ?

  • মার্কিন যুক্তরাষ্ট্র 
  • ভারত বর্ষ 
  • জার্মানি 
  • ইংল্যান্ড ✅


[২৩] নিম্নলিখিত কোন বক্তব্যটি প্রস্তাবনা সম্পর্কে সঠিক নয় ?

  • নেহেরু প্রস্তাবিত উদ্দেশ্যমূলক প্রস্তাব প্রস্তাবনাতে রূপান্তরিত হয় 
  • প্রস্তাবনা ন্যায় বিচারযোগ্য প্রকৃতির নয় 
  • প্রস্তাবনা সংশোধন যোগ্য নয় ✅
  • প্রস্তাবনা সংবিধানের অংশ বিশেষ 


[২৪] নিম্নলিখিত কোনটি প্রস্তাবনার সমাজতান্ত্রিক অর্থ সঠিকভাবে ব্যাখ্যা করে ?

  • উৎপাদনের সকল উপকরনের জাতীয়করণ 
  • বেসরকারি সম্পত্তির বিলুপ্তি 
  • আদর্শ সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা 
  • জনকল্যাণকামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা ✅


[২৫] প্রস্তাবনায় প্রতিফলিত সাম্য স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে?

  • রুশ বিপ্লব থেকে 
  • ফরাসি বিপ্লব থেকে ✅
  • আমেরিকার বিপ্লব থেকে 
  • কোনোটিই নয় 


[২৬] ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে 'টেস্টামেন্ট অব হিজ ওল্ডএজ' কে বলেছেন ?

  • জন অস্টিন 
  • আর্নেস্ট বার্কার ✅
  • দুর্গাদাস বসু
  • ধীরেন্দ্র নাথ সেন 


[২৭] কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন ?

  • কে এম মুন্সি ✅
  • কেসি হোইয়ার
  • আরনেস্ট বারকার 
  • এমভি পাইলি 


[২৮] কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা 'প্যারাডাইস অব লইয়ারস' বলা হয় ?

  • ব্রিটেন 
  • ভারত ✅
  • আমেরিকা 
  • কানাডা 


[২৯] আদালত কর্তৃক কার্যকর নয় বা নন জাস্টিসিয়েব্য়াল ভারতীয় সংবিধানের কোন অংশটি ?

  • প্রস্তাবনা ✅
  • মৌলিক কর্তব্য 
  • রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 
  • সবকটি 

[৩০] বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনা যুক্ত করেছিল ?

  • জাপান 
  • আমেরিকা ✅
  • ভারত 
  • চীন 



[৩১] কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন সালে হয়েছিল ?

  • ১৯৭৩  ✅
  • ১৯৮৩
  • ১৯৯৫
  • ১৯৯১ 


[৩২] ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি হল 

  • দ্বিদলীয় ও সংসদীয়
  • বহুদলীয় ও সংসদীয় ✅
  • রাষ্ট্রপতি প্রধান সরকার
  • কোনোটিই নয় 

[৩৩] ভারতীয় সংবিধানে উল্লেখিত Residual Powers এর ধারণা কোন দেশ থেকে এসেছে ?

  • দক্ষিণ আফ্রিকা 
  • ব্রিটেন 
  • আমেরিকা 
  • ক্যানাডা ✅

[৩৪] কত সালে সংবিধান সংশোধনী  দ্বারা ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র ও সংহতি শব্দগুলি যুক্ত হয়?

  • ১৯৭৬  ✅
  • ১৯৭৮
  • ১৯৮৯
  • ২০০২ 

[৩৫] কোন রাষ্ট্রের সংবিধান বা আইন থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গৃহীত হয়েছে ?

  • আয়ারল্যান্ড ✅
  • সোভিয়েত রাশিয়া 
  • ভারত শাসন আইন ১৯৩৫
  • সুইজারল্যান্ড
















Download Details
👇👇👇




----------------------------------------------------------

File Name : ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা থেকে 30+ কুইজ

File Type : Pdf

File Size : 295 KB

File Source : Google Drive


----------------------------------------------------------




Visit Our Website : www.easygk.in


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url