ভারত সম্পর্কে গ্রিক দূত, পর্যটক, অন্যান্যদের রচিত গ্রন্থ, Greek Sources about India, PDF


প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক এবং দূতদের অবদান অনস্বীকার্য। এখানে আমরা গ্রিক বিভিন্ন পর্যটক ও দূতদের রচিত গ্রন্থ ও তাঁদের অবদানের তালিকা এখানে উদ্ধৃত হল : 



ভারত সম্পর্কে গ্রিক দূত, পর্যটক, অন্যান্যদের রচিত গ্রন্থ, Greek Sources about India, PDF



গ্রিক দূত বা পর্যটক বা অন্যান্য রচয়িতা



পর্যটক বা দূত

রচিত গ্রন্থ

গুরুত্বপূর্ণ তথ্য

স্কাইল্যাক্স


ইনিই প্রথম গ্রিক লেখক, যিনি ভারত সম্পর্কে লিখেছেন। সিন্ধু সভ্যতা সম্পর্কে লিখেছেন।

হেকাটিউস মিলেটাস


ইনিও সিন্ধু সভ্যতা সম্বন্ধে লিখেছেন।

হেরোডোটাস

Historics

ইতিহাসের জনক নামে পরিচিত। ভারতে না এসেও ভারতের রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা তাঁর বইয়ে দিয়েছেন।

টেসিয়াস

Persica


নিয়ার্কুস

এঁর বই পাওয়া যায় না।

আলেকজান্ডার এঁকে পারস্য উপসাগর উপকূলে পাঠিয়েছিলেন।

ওনেসিক্রিটুস


আলেকজান্ডার পাঠিয়েছিলেন। ভারত সংক্রান্ত বিবরণ তিনি লিখেছেন। আলেকজান্ডারের জীবনীও তিনি লিখেছিলেন।

অ্যারিস্টবুলুস

The History of War

একজন ভূগোলবিদ। আলেকজান্ডারের সমসাময়িক।

মেগাস্থিনিস

Indica। এই গ্রন্থের মূল পাণ্ডূলিপি পাওয়া যায়নি।

সেলুকাসের দূত ছিলেন। প্রায় ছয় বছর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন। ভারত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

ডেইমাকুস

মূল গ্রন্থ পাওয়া যায় নি। 

সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকুস বিন্দুসারের কাছে এঁকে পাঠান।

ডাইওনাইসিওস

মূল গ্রন্থ পাওয়া যায় নি। 

ফিলাডেলফাস (দ্বিতীয় টলেমি) -এঁর দূত। বিন্দুসারের সময় আসেন।

প্যাট্রক্লেস


একজন গ্রিক গভর্নর ছিলেন।

টিমোস্থিন



অ্যালিয়ান

A collection of Miscellaneous History 

গ্রিক ঐতিহাসিক। 

ডিওডোরাস

Bibliotheca Historica

গ্রিক ঐতিহাসিক। আলেকজান্ডাএর ভারত আক্রমণ বিষয়ে অনেক তথ্য জানা যায়।

স্ট্র্যাবো

Geographia

এই ঐতিহাসিক চন্দ্রগুপ্ত মৌর্যের নারীরক্ষীর কথা জানিয়েছেন।

প্লুটার্ক


আলেকজান্ডার ও ভারত সম্পর্কিত তথ্য পাওয়া যায় তাঁর বইয়ে। আলেকজান্ডারর সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সাক্ষাতের কথা আছে।

জনৈক গ্রিক লেখক

Periplus of the Erythrean Sea

লোহিতসাগর হয়ে ইনি ভারত উপকূলে আসেন। এই গ্রন্থ ‘সমুদ্রবাণিজ্যের পথপ্রদর্শক’ নামে পরিচিত। দক্ষিণ ভারতের সঙ্গম বংশের অনেক কথা জানা যায়।

আরিয়ান

Indica

Anabasis of Alexander

গ্রিক ঐতিহাসিক। চন্দ্রগুপ্ত মৌর্যের সম্বন্ধে লিখেছেন। ইনিই গ্রিক লেখকদের মধ্যে একমাত্র ভরসাযোগ্য লেখক।

কসমস

Christian Topography of the Universe

গ্রিক ব্যবসায়ী। ভারত ও শ্রীলঙ্কার মধ্যেকার বাণিজ্যের কথা বলেছেন। ইনি পরে বৌদ্ধ ভিক্ষু হয়ে যান।






























Download Details

----------------------------------------------------------

File Name : Greek Sources about India

File Type : PDF

File Size : Test

File Source : Google Drive

File Link : Greek Sources about India

----------------------------------------------------------
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url