জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক, Jain Tirthankar and their Symbols, PDF


জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক, Jain Tirthankar and their Symbols, PDF




জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক নিয়ে এখানে গুরুত্বপূর্ণ পোস্টটি দেওয়া হলো। এর পাশাপাশি তাঁদের প্রতীক ও বর্ণের পরিচয়ও লিপিবদ্ধ হলো।

  • তীর্থঙ্কর কথাটির অর্থ হলো ধর্মপ্রবক্তা বা গুরু। 
  • জৈনদের মোট তীর্থঙ্কর ছিল ২৪ জন।
  • ২৪ জন তীর্থঙ্করের প্রত্যেকেই ছিলেন ক্ষত্রিয় এবং কোনো না কোনো রাজবংশের প্রতিনিধি।





জৈন তীর্থঙ্কর


তীর্থঙ্করপ্রতীকবর্ণ
ঋষভনাথ বা আদিনাথ ষাঁড় সোনালি
আজিতনাথ হাতি সোনালি
সম্ভবনাথঘোড়াসোনালি
অভিনন্দননাথবাঁদরসোনালি
সুমতিনাথরাজহংসীসোনালি
পদ্মপ্রভপদ্মলাল
সুপার্শ্বনাথস্বস্তিকাসোনালি
চন্দ্রপ্রভঅর্ধচন্দ্রসাদা
সুবিধিনাথকুমির বা মকরসাদা
শীতলনাথশ্রীবৎসসোনালি
শ্রেয়াংশনাথগণ্ডারসোনালি
বসুপূজ্যমোষলাল
বিমলনাথশূকরসোনালি
অনন্তনাথশজারু বা বাজপাখিসোনালি
ধর্মনাথবজ্রসোনালি
শান্তিনাথকৃষ্ণসার হরিণসোনালি
কুণ্ঠূনাথছাগলসোনালি
অরনাথনদ্যাবতার (মাছ)সোনালি
মল্লিনাথকলসিনীল
মুনিসুব্রতকচ্ছপকালো
নমিনাথনীলপদ্মসোনালি
নেমিনাথ (অরিষ্ট)শঙ্খকালো
পার্শ্বনাথসাপনীল
মহাবীরসিংহসোনালি








Download Details

----------------------------------------------------------

File Name : জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ও তাঁদের প্রতীক

File Type : PDF

File Size : Test

File Source : Google Drive


----------------------------------------------------------
Previous Post
No Comment
Add Comment
comment url