বাংলার ফকির বিদ্রোহ গুরুত্বপূর্ণ দিক

বাংলার ফকির বিদ্রোহ (1776-77 খৃঃ)

⇒ ফকিররা ছিলেন ভ্রাম্যমান মুসলিম সন্ন্যাসী।

⇒ 1776-77 খৃঃ ব্রিটিশদের দ্বারা বাংলার সংযুক্তির পর ফকিরদের নেতা মজনু শাহ ব্রিটিশ কর্তৃপক্ষকে অমান্য করে জমিদার এবং কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করা শুরু করেন।

⇒ মজনু শাহের মৃত্যুর পর চিরাগ আলি শাহ পাঠান, রাজপুত এবং বিযুক্ত সৈনিকদের সহায়তা নিয়ে বাংলার উত্তর দিককার জেলাগুলিতে তাঁদের কার্যকলাপ বিস্তৃত করেন।

⇒ ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী চিরাগ আলিকে সহায়তা করেন।

⇒ ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর কথা  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ উপন্যাসে পাওয়া যায়। 

⇒ চিরাগ আলির নেতৃত্বে ফকিররা বিভিন্ন ইংরেজ ফ্যাক্টরি আক্রমণ করেন এবংনগদ টাকা, জিনিসপত্র, অস্ত্রশস্ত্র ইত্যাদি ছিনিয়ে নেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url